Cvoice24.com

কালোবাজারের পাতা কিনে ২ লাখ টাকা গচ্ছা গেল ‘দু নম্বরি’ চায়ের ফ্যাক্টরির

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২১:১৬, ২৮ আগস্ট ২০২৩
কালোবাজারের পাতা কিনে ২ লাখ টাকা গচ্ছা গেল ‘দু নম্বরি’ চায়ের ফ্যাক্টরির

কালোবাজার থেকে নিলাম ছাড়া কেনা ২শ বস্তা চা ট্রাক থেকে আনলোডের সময় হাতেনাতে ধরা পড়েছে হালিশহর এলাকার রাজধানী ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির চা ব্যবসার বৈধ লাইসেন্স ছাড়া অবৈধ ট্রেড মার্ক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেট করে চা বিক্রি করছিলো। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৮ আগস্ট) নগরের হালিশহর এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চা  বোর্ডের উপ-সচিব মোহাম্মদ রুহুল আমীন। 

তিনি সিভয়েসকে বলেন, সম্প্রতি আমরা খবর পেয়েছি, চা বোর্ডের লাইসেন্স না নিয়ে নকল প্যাকেট ও ব্রান্ড নাম ব্যবহার করে চট্টগ্রামের বেশকিছু প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যবসা করছে। আজ আমরা একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনাকালে তার প্রমাণও পেয়েছি। সেখানে নিলাম বহির্ভূতভাবে কেনা ১০ হাজার কেজি (২০০ বস্তা) চা ট্রাক থেকে আনলোড করার সময় হাতেনাতে জব্দ করি। পাশাপাশি প্রতিষ্ঠানটি তিনটি ব্রান্ডের নামে ১৪ ধরনের প্যাকেটে অবৈধভাবে চা বাজারজাত করছিল। তাই মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছি।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়