Cvoice24.com

পোশাকের আড়ালে চাল-মশলা রপ্তানি, কাস্টমসের হাতে ধরা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০, ৯ সেপ্টেম্বর ২০২৩
পোশাকের আড়ালে চাল-মশলা রপ্তানি, কাস্টমসের হাতে ধরা

তৈরি পোশাকপণ্য রপ্তানি চালানের ভেতরে চাল, গুঁড়ামসলাসহ বিভিন্ন পণ্য পেয়েছে কাস্টমস কর্মকর্তারা। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ওসিএল ডিপোতে এ ঘটনা ঘটে। 

শনিবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, শুক্রবার রাতে ওসিএল ডিপোতে ২২ কার্টনের তৈরি পোশাকের রপ্তানি চালানের একটি কার্টন খুললে ৫ কেজি ওজনের এক প্যাকেট চাল পাওয়া গেছে। আজ বাকি ২১ কার্টন চালানের পরীক্ষা শেষ হয়েছে। এসময় কিছু কিছু কার্টনে চালের পাশাপাশি মসলার প্যাকেটও পাওয়া গেছে। 

চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সি সিভয়েসকে বলেন, ওই রপ্তানি চালানের ২২ কার্টনের সবগুলোতেই বাড়তি পণ্য পাওয়া যায়নি। কিছু কিছু কার্টনে চাল, মসলাসহ বিভিন্ন পণ্য পাওয়া গেছে। ইনভেন্ট্রির কাজ চলমান রয়েছে। আগামীকাল বিস্তারিত বলা যাবে।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়