Cvoice24.com

বঙ্গবন্ধু শিল্পনগরে উৎপাদনে যাবে আরও তিন প্রতিষ্ঠান

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৬, ২০ সেপ্টেম্বর ২০২৩
বঙ্গবন্ধু শিল্পনগরে উৎপাদনে যাবে আরও তিন প্রতিষ্ঠান

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ইতোমধ্যে পাঁচটি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। আগামী বছরের শুরুতে আরও তিনটি প্রতিষ্ঠান উৎপাদনে যাবে। তবে যেসব প্রতিষ্ঠান বিনিয়োগের ঘোষণা দিয়ে জায়গা বরাদ্দ নিয়েও কার্যক্রম শুরু করেনি, তাদের বরাদ্দ বাতিল করে নতুন বিনিয়োগকারী খুঁজতে হবে। 

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, এই শিল্পনগরে ১৫২টি শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ১৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব প্রায় চূড়ান্ত হয়েছে, যার মধ্যে ৮০ শতাংশ বিদেশি ও দেশি-বিদেশি যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠান রয়েছে। তাদের অনেকে কাজ শুরু করে দিয়েছে। তাদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। এটা অনেক বড় একটা বিষয়, এখন পর্যন্ত এ বিনিয়োগ প্রস্তাবে আমরা সন্তুষ্ট।
  
মুখ্য সচিব বলেন, এখানে জেটি তৈরি করা হবে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে। ২৮০ মেগাওয়াট বিদ্যুতের একটি সাব-স্টেশন নির্মাণ করা হয়েছে। আমরা এখন সম্পূর্ণ প্রস্তুত। যে কোনো বিনিয়োগকারী এখানে এসে স্বচ্ছন্দে বিনিয়োগ করতে পারেন।

তিনি আরো বলেন, আমরা মূলত বঙ্গবন্ধু শিল্পনগরের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি দেখতে এসেছি। যেকোনো বিনিয়োগের ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন যেমন- বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তার বিষয় গুরুত্বপূর্ণ। আমরা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আরও কী কী করণীয় আছে সেটা নির্ধারণ করেছি। দ্রুততার সঙ্গে পরিবেশ অক্ষুন্ন রেখে প্রকল্পের কার্যক্রম সম্পন্ন করা হবে। এখানকার জনগোষ্ঠী যেসব প্রাকৃতিক সুবিধা পেত, সেটা যাতে কোনোভাবে ক্ষুন্ন না হয়, বরং আরও বৃদ্ধি পায় সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। এখানে ১৩৯টি পরিবার ছিল। তাদের ঘর করে দেওয়া হবে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এসময় বেজা চেয়ারম্যান ইউসুফ হারুন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান, পুলিশ সুপার এ কে এম শফিউল্লাহ মুখ্য সচিবের সঙ্গে ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: