Cvoice24.com

ভিড়লো প্রথম জাহাজ
পিসিটিতে বিদেশি অপারেটরের প্রথম যাত্রা

সিভয়েস২৪ প্রতিবেদক
১৫:৩৯, ১০ জুন ২০২৪
পিসিটিতে বিদেশি অপারেটরের প্রথম যাত্রা

চট্টগ্রাম বন্দরের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) যাত্রা শুরু করল। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে (পিসিটি) সৌদি আরবের এই প্রতিষ্ঠানের প্রথম অপারেশন করার মাধ্যমে ‘ল্যান্ডলর্ড পোর্ট’ হিসেবে চট্টগ্রাম বন্দরের আত্মপ্রকাশ করেছে বলে মন্তব্য করেন সংস্থাটির চেয়ারম্যান চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। 

সোমবার (১০ জুন) দুপুর তিনটায় পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ‘মায়ের্কস দাবাও’ নামের একটি কন্টেনার ভ্যাসেলের অপারেশন উপলক্ষে  অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, ‘আমরা সার্বক্ষণিকভাবে বন্দরের সকল কার্যক্রম নজরদারি করি। আরএসজিটি প্রথমবারের মতো অপারেশনে যাচ্ছে। এজন্য মার্কসলাইনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সব ইক্যুইপমেন্ট সংগ্রহ করবে দায়িত্ব পাওয়া বিদেশি প্রতিষ্ঠান। সব সরঞ্জাম সংগ্রহ করে পিসিটি পূর্ণ সক্ষমতায় যেতে আরও এক থেকে দেড় বছর সময় লাগতে পারে আমি আশা করছি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের কাছ থেকে নির্দিষ্ট হারে চার্জ পাবে। আরএসজিটির প্রথম অপারেশনের মাধ্যমে চট্টগ্রাম বন্দর ইতিহাসে প্রথমবারের মতো ল্যান্ডলর্ড পোর্ট হিসেবে আত্মপ্রকাশ করবে।’

আরএসজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এরিউন হাজি বলেন, ‘বন্দরে আজকে মায়ের্কস দাবাও নামের একটি জাহাজ লোড করার মাধ্যমে আমরা আত্মপ্রকাশ করেছি। আমরা পুরো কার্যক্রমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা পেয়েছি। আশা করবো, আগামীতে সকল অপারেশনে আমরা সকলের সহযোগিতা পাবো।’

বন্দর সূত্রে জানা যায়, ‘নতুন নির্মিত এ টার্মিনাল বছরে ৫ লাখ টিইইউএস (২০ ফুট সমমানের) কন্টেইনার হ্যান্ডলিং করতে পারবে। ১০ মিটার গভীরের জাহাজ ভিড়তে পারবে। তবে মায়ের্কস দাবাও নামের জাহাজটির ড্রাফট ৯ মিটার। প্রায় ছয় মাস আগে সৌদি আরবের জেদ্দাভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) সঙ্গে মাস ছয়েক আগে চুক্তি হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। কাস্টমস আনুষ্ঠানিকতা এবং প্রয়োজনীয় ইক্যুইপমেন্ট সংগ্রহ করে রেড সি গেটওয়ে বাংলাদেশ লিমিটেড আজ থেকে কাজ শুরু করেছে। প্রথমবারের মতো অপারেশনে আসা জাহাজটিতে খালি কন্টেইনার লোড করা হবে‌। এই কন্টেইনারগুলো কম্বোডিয়া যাবে বলে জানা যায়।’

সিভয়েস/এসবি