খাতুনগঞ্জে টাকা নিয়ে হাওয়া ব্যবসায়ী, আইনি ব্যবস্থা নেওয়া হয়নি এখনো
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে ব্যবসায়ীদের টাকা নিয়ে লাপাত্তার ঘটনায় এখনো কোনো আইনি ব্যবস্থা নেয়নি ক্ষতিগ্রস্তরা। তবে লাপাত্তা হওয়া ব্যবসায়ী নাজিম উদ্দীনের বোনের স্বামীকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখা হচ্ছে সমিতি কার্যালয়ে। এসব নিয়ে ‘লুকোচুরি’ চালাচ্ছেন খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়শনের নেতারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও মুখ খুলছেন না টাকা পাওয়ার আশায়।
জানা গেছে, গত বুধবার (৫ জুন) নাজিমের অবস্থা শঙ্কাজনক মনে করে তাকে তার পাওনাদার স্লিপ ব্যবসায়ীরা অ্যাসোসিয়শনের অফিসে নিয়ে যান। অ্যাসোসিয়শেনর তাকে আটক রেখে ব্যবসায়ীদের পাওনা বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু পরের দিন তার কাছ থেকে একটি চেক এবং তার বোনের স্বামীকে জিম্মায় নিয়ে নাজিমকে ছেড়ে দেয় অ্যাসোসিয়শেন। কথা ছিলো, নাজিম রোববার সকলের টাকা পরিশোধ করবেন। সেই শর্তে খাতুনগঞ্জে তিনি শনিবার পর্যন্ত ঘোরাফেরা করেন। রোববার নাজিমের খোঁজে সকলে যখন ব্যস্ত হয়ে পড়ে, তখন থেকে তিনি লাপাত্তা। একাউন্টে টাকা না থাকায় তার দেওয়া চেকটিও ডিসঅনার হয়। ব্যবসায়ীরা খোঁজ নিয়ে জানতে পারে, নাজিম তার বোনের বাসায় থাকতেন। তবে এখন কেউ তার খবর পাচ্ছেন না। তার মোবাইল নম্বরটি সচল রাখলেও তিনি কারো কল ধরছেন না। তবু তার পাওনাদাররা অ্যাসোসিয়শনের দিকে তাকিয়ে রয়েছে টাকা পাওয়ার আশ্বাস মেনে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক সিভয়েস২৪-কে বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। কিন্তু ব্যবসায়ীরা মিলে এটার একটা সমাধান করতে চাচ্ছেন। তাই আমরা এখনও কোনো পদক্ষেপ নিচ্ছি না।’
আইনগত কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না কিংবা টাকা উদ্ধারের কোনো পন্থা পেয়েছে কিনা জানতে চাইলে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমেদ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।