Cvoice24.com

লতিফপুত্রের সঙ্গ ছাড়লেন মাহবুবকন্যাসহ ১০ পরিচালক

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৫, ১ সেপ্টেম্বর ২০২৪
লতিফপুত্রের সঙ্গ ছাড়লেন মাহবুবকন্যাসহ ১০ পরিচালক

সাবেক সংসদ সদস্য এম এ লতিফপুত্রকে ‘একঘরে’ করে চট্টগ্রাম চেম্বার ছাড়লেন আরো ১০ জন পরিচালক। ১০ জনের মধ্যে রয়েছেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলমের কন্যা রাইসা মাহবুব। আগামীকালের মধ্যে বাকিরা পদত্যাগ করলে লতিফপুত্রও ‘আসন’ ছাড়বেন বলে জানা গেছে।

রবিবার (১ সেপ্টেম্বর) চেম্বার কার্যালয়ে এসে পদত্যাগপত্র জমা দেন তারা। সংগঠনটির সচিব প্রকৌশলী মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। 

পদত্যাগ করা বাকি ৯ পরিচালক হলেন, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, মাহফুজুল হক শাহ, আলমগীর পারবেজ, ইফতেখার হোসেন, আবু সুফিয়ান চৌধুরী, মো. আখতার পারভেজ, রেজাউল করিম আজাদ, মো. মনির উদ্দিন, মো. আদনানুল ইসলাম। এর আগে সিনিয়র সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন এবং পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর পদত্যাগ করেছেন।’

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রিজের সচিব প্রকৌশলী মো. ফারুক বলেন, ‘চেম্বার প্রেসিডেন্ট কালকের (সোমবার) মধ্যে সবাইকে পদত্যাগ করার আহ্বান করেছেন। যারা দেশের বাইরে আছেন তাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। তারাও আগামীকালের মধ্যে প্রেসিডেন্ট বরাবরে পদত্যাগপত্র জমা দিবেন। সবার পদত্যাগ নিশ্চিত হওয়ার পর প্রেসিডেন্ট পদত্যাগপত্র জমা দিবেন। যেহেতু তিনি সবার পদত্যাগপত্র রিসিভ (গ্রহণ) করছেন, তাই তিনি চাইলেও এখন পদত্যাগ করতে পারছেন না।’

সিভয়েস/শুব

আরও পড়ুন

সর্বশেষ

পাঠকপ্রিয়

: