Cvoice24.com

পুরো পরিচালনা পর্ষদ পদত্যাগের ঘটনা এবারই প্রথম
দলবলসহ চেম্বার ছাড়তেই হলো ওমর হাজ্জাজকে

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৮, ২ সেপ্টেম্বর ২০২৪
দলবলসহ চেম্বার ছাড়তেই হলো ওমর হাজ্জাজকে

চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজ্জাজ পদত্যাগ করেছেন। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তার পদত্যাগপত্র। এর আগে দফায় দফায় সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও ২১ জন পরিচালক পদত্যাগ করেন।

চেম্বারের সচিব প্রকৌশলী মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চেম্বারের সম্পূর্ণ পর্ষদ আজ (সোমবার) পদত্যাগ করেছেন। দায়িত্বে থাকা চিটাগং চেম্বারের সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও ২১ জন পরিচালক প্রেসিডেন্ট বরাবরে তাদের পদত্যাগ পত্র জমা দেন। সবার পদত্যাগ পত্র রিসিভ করার পর প্রেসিডেন্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ বরাবরে পাঠিয়েছেন।’

এদিকে ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠনে পুরো পরিচালনা পর্ষদ পদত্যাগের ঘটনা এটিই প্রথম। ফলে চেম্বার পরিচালনা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

চেম্বারের পরিচালনা প্রসঙ্গে জানতে চাইলে চেম্বার সচিব প্রকৌশলী ফারুক তিনি বলেন, ‘এটা আসলে কখনো হয়নি। চেম্বারের ইতিহাসে ফুল বোর্ড পদত্যাগের ঘটনা এটাই প্রথম। তাই আইন অনুযায়ী হয়তো তারা (মন্ত্রণালয়) হয়তো প্রশাসক নিয়োগ করবেন। এটা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের টিও বিভাগ পদত্যাগ পত্র রিসিভ করার পর তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। এখন যেহেতু কোনো বোর্ড নাই, সেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চিটাগং চেম্বারের সমস্ত কার্যক্রম পরিচালিত হবে।’

এ প্রসঙ্গে কথা হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের সিনিয়র সহকারী সচিব অমিত দেব নাথ সিভয়েস২৪-কে বলেন, ‘চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ থেকে আমরা এখনো কোনো চিঠি পাইনি। ওখানে কারা পদত্যাগ করেছেন, তা নিয়েও আমাদের জানা নেই। যদি ফুল বোর্ড পদত্যাগ করেন, তাহলে আইনে যা করণীয় তা-ই হবে।’

সিভয়েস/শুব

সর্বশেষ

পাঠকপ্রিয়

: