চট্টগ্রাম বন্দরে ফেব্রিক্সের ঘোষণায় এলো মদ
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একটি কনটেইনার তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। এতে প্রায় ১২ কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা করেছে সুপ্রিম স্মার্ট ওয়ার লিমিটেড নামে নারায়ণগঞ্জের একটি আমদানিকারক প্রতিষ্ঠান।
বুধবার (৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স (এআইআর) টিমের অভিযানে কন্টেইনারটি জব্দ করা হয়। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন সংস্থাটির মুখপাত্র ও উপ-কমিশনার মো. সাইদুল ইসলাম।
তিনি বলেন, ‘মিথ্যা ঘোষণায় আনা ২০ ফুটের একটি কন্টেইনার জব্দ করা হয়েছে বুধবার (৪ আগস্ট) রাত আনুমানিক ১২টায়। কাস্টমসের এআইআর শাখার কায়িক পরীক্ষায় ২০ ফুটের একটি কন্টেইনারে ১১১৪ কার্টুনে ১১ হাজার ৬৭৬ লিটার মদ পাওয়া গেছে। চালানটির বিল অব এন্ট্রি (সি-৩১৭৪১০) ২০২৩ সালের ১৮ ডিসেম্বর দাখিল করেছে চট্টগ্রামের সিএন্ডএফ এজেন্ট হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড।’
তিনি আরও বলেন, ‘চীন থেকে ফেব্রিক্স ঘোষণায় আনা কন্টেইনারটি থেকে জ্যাক ডিনিয়্যালস, টিচার্স, স্মিরঅফ, ব্যালেন্টাইনস, পাসপোর্ট স্কচ, সিভাস রিগ্যাল, ফোর্থ স্ট্রিট, হান্ড্রেড পেপার্স, র্যাপিডস, এবসলিউট ভোদকা, ব্ল্যাক লেবেল ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়েছে। আটককৃত পণ্যচালানের আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২ কোটি টাকা এবং এর বিপরীতে জড়িত রাজস্বের পরিমাণ প্রায় ১২ কোটি টাকা।’