Cvoice24.com

ঋণ আদায়ে অবহেলা, ব্যাংক কর্মকর্তাকে শোকজ

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১০, ৯ সেপ্টেম্বর ২০২৪
ঋণ আদায়ে অবহেলা, ব্যাংক কর্মকর্তাকে শোকজ

শিপব্রেকিং ইয়ার্ডের ব্যবসায়ী আশিকুর রহমানকে ঋণ দিয়ে তা উদ্ধার করতে না পারার কারণ দর্শানোর জন্য এবি ব্যাংককে নোটিশ দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত। এ খেলাপি ঋণ আদায়ে অবহেলার অভিযোগে এবি ব্যাংকের লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশনের প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কেন সুপারিশ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। 

রোববার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নথি সূত্রে জানা গেছে, নগরের খুলশীস্থ মাহিন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশিকুর রহমান লস্কর ও অপর দায়িকরা এবি ব্যাংকে এক হাজার ১২৬ কোটি ২ লাখ ১৮ হাজার ৯৭৪ টাকা ঋণ খেলাপি রেখে এবং অর্থ পাচার করে কানাডার টরেন্টোতে পালিয়ে যান। এ টাকা আদায়ে ২০২৩ সালের ১৮ জুন আশিকুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে এবি ব্যাংক আগ্রাবাদ শাখা। অথচ ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকটি লঙ্ঘন করেছে ব্যাংকিং নিয়ম–কানুন। শিথিল করা হয় সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিটের বিধান। নির্দেশিত সময়ের মধ্যে ঋণ পরিশোধে কোনো উদ্যোগ গ্রহণ না করা সত্ত্বেও বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রির কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: