Cvoice24.com

এফবিসিসিআই সভাপতি
মাহবুবুল সিঙ্গাপুরে, ইমেইলে পদত্যাগ

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৩, ১১ সেপ্টেম্বর ২০২৪
মাহবুবুল সিঙ্গাপুরে, ইমেইলে পদত্যাগ

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এফবিসিসিআই) প্রশাসক নিয়োগ করা হয়েছে। বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য অণুসংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ই-মেইলের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের ডিটিও বরাবর পদত্যাগপত্র পাঠান সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম। চট্টগ্রাম চেম্বারের প্রতিনিধিত্ব নিয়ে ব্যবসায়ীদের অভিভাবক সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি হয়েছিলেন মাহবুবুল হক। গত বছরের ২ আগস্ট ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি। ১৪ আগস্ট ২৪তম সভাপতি হিসেবে দায়িত্ব নেন এ ব্যবসায়ী নেতা। এর আগে তিনি টানা পাঁচ মেয়াদে ১০ বছর সভাপতির দায়িত্ব পালন করেন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের। প্রতিনিধিত্বকারী চট্টগ্রাম চেম্বারে প্রশাসক নিয়োগের ফলে আইনি মারপ্যাঁচে পড়তে হয় তাঁকে।

মাহবুবুল আলম সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকেই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে নির্ভরযোগ্য একটি সূত্রে।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব অমিত দেব নাথ। 

তিনি বলেন, ‘এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম ই-মেইলের মাধ্যমে বাণিজ্য সংগঠনের মহাপরিচালক বরাবরে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন।‌ তার পদত্যাগপত্র গ্রহণ করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমানকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ১২০ দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।'

সর্বশেষ

পাঠকপ্রিয়

: