টেরীবাজার ব্যবসায়ী সমিতির নতুন সভাপতি মান্নান, সম্পাদক মনসুর
সিভয়েস২৪ ডেস্ক
টেরীবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছে আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক হয়েছেন আবুল মনসুর।
অন্য ১৯টি পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে নাছির উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি পদে আলমগীর, ফরিদুল ইসলাম, মো. গোলাম নবী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ও শেখ শহীদ সোহরার্দী বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ইশতেহাদ হোসেন রাজিব, অর্থ সম্পাদক মো. এমরানুল হক সাইয়েদ, আইন বিষয়ক সম্পাদক মো. বাকের উল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক মো. হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম পারভেজ, দপ্তর সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদ, অডিটর সম্পাদক মো. দিদারুল আলম, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক মুহাম্মদ তাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাছির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মো. মামুনুর রশিদ, মো. জাবেদ ও আবু ছালেক।