Cvoice24.com

অভিজাতদের সুপারশপ বাস্কেটের কাণ্ড
পচা সবজি ‘কেটেকুটে’ প্যাকেট, বাসি মাছ মাংসে তারিখ বদল

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৮, ১ অক্টোবর ২০২৪
পচা সবজি ‘কেটেকুটে’ প্যাকেট, বাসি মাছ মাংসে তারিখ বদল

পচে যাওয়া সবজি ফলমূল কেটেকুটে চকচকে প্যাকেটে, আর বাসি মাছ মাংসে তারিখ বদলিয়ে নতুন ট্যাগ লাগানো। অলি-গলির কোনো সুপারশপ নয়, চট্টগ্রাম নগরের খুলশীতে ‘অভিজাতদের’ সুপারশপ বাস্কেটে ধরা পড়েছে এমন প্রতারণা। 

মঙ্গলবার (১ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের চালানো এ অভিযানে তাদের এমন প্রতারণা উঠে এসেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের চোখে। কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী প্রতিষ্ঠানটিকে এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ১ লাখ টাকা জরিমানা করেন।

এরআগেও একই অপরাধে আড়াই লাখ টাকা জরিমানা গুনতে হয়েছিল প্রতিষ্ঠানটিকে।

প্রথমদিনেই নির্দেশনা অমান্য, ৩১ কেজি পলিথিন জব্দ

১ অক্টোবর থেকে সুপারশপে সব ধরনের পলিথিনের শপিং ব্যাগ রাখা যাবে না— এমন ঘোষণা পূর্বনির্ধারিত। সরকারের জোরেশোরে প্রচারণার পরও প্রথমদিনেই পলিথিনবিরোধী নির্দেশনা অমান্য করে ৩১ কেজি পলিথিন ব্যবহারের জন্য সংরক্ষণ করেছিল খুলশীর এ সুপারশপ। একই অভিযানে এ অপরাধে সুপারশপটিকে পরিবেশ সংরক্ষণ আইনে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্বপ্নের ইমপেরিয়াল ক্যাফের ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ

একইসময়ে অভিযান চালানো হয় বাস্কেটের পার্শ্ববর্তী আরেকটি সুপারশপ স্বপ্নের খুলশী আউটলেটে। সেখানে ভেতরে থাকা ইমপেরিয়াল ক্যাফে ও রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে প্রমাণ পাওয়া গেছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিভয়েস২৪/

সর্বশেষ

পাঠকপ্রিয়

: