বিপিসির সচিব হলেন শাহিনা সুলতানা
সিভয়েস২৪ প্রতিবেদক
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সচিবের দায়িত্ব পেলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহিনা সুলতানা।
মঙ্গলবার (১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, 'চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহিনা সুলতানাকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সচিব পদে বদলির আদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ দ্রুত কার্যকর হবে।'