পাঁচ দিনের ব্যবধানে দুটি অগ্নিকাণ্ড
জাহাজে আগুন : তদন্তে এবার নৌ মন্ত্রণালয়
সিভয়েস২৪ প্রতিবেদক
পাঁচ দিনের ব্যবধানে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন তেলবাহী দুটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। সাত দিনের মধ্যে কমিটিকে সুস্পষ্ট সুপারিশসহ তদন্ত প্রতিবেদন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব বরাবরে পাঠাতে বলা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) গঠিত ওই তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলামকে। আর সদস্য সচিব হিসেবে সিনিয়র সহকারী সচিব (আই.ও) মো আব্দুল আওয়ালকে রাখা হয়।
১০ সদস্যের কমিটিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) একজন করে উপযুক্ত প্রতিনিধি রাখতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের উপ-সচিব মোছা. নাজমুন নাহার স্বাক্ষরিত ওই অফিস আদেশে অগ্নি দুর্ঘটনার কারণ উদঘাটন, দুর্ঘটনার ফলে সংঘটিত ক্ষয়ক্ষতি এবং দায়-দায়িত্ব নিরূপণ, অনুরূপ দুর্ঘটনা রোধকল্পে ভবিষ্যতে করণীয় নির্ধারণ করতে বলা হয়েছে।
সিভয়েস/শুব