ধর্মঘটে ফের বন্ধ বন্দরের কনটেইনার পরিবহন
সিভয়েস২৪ প্রতিবেদক
নিয়োগপত্র ও কর্মঘণ্টা নির্ধারণসহ চার দফা দাবি না মানায় এক সপ্তাহের ব্যবধানে আবারও ধর্মঘট শুরু করেছেন প্রাইম মুভার ট্রেইলার (কন্টেইনার পরিবহন) শ্রমিকরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) মধ্যরাত থেকে এ ধর্মঘট শুরু করেন তারা। এতে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানির কনটেইনার পরিবহন কার্যক্রম।
বুধবার (৩০ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান।
তিনি বলেন, ‘আগের ধর্মঘটের সময় তারা আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। বিষয়টি নিয়ে মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বিআরটিএ ও শ্রম অধিদপ্তর এবং বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা দুই দফা বৈঠকে বসেন। তবে মালিকপক্ষ বিভিন্ন সময় দাবি মানার আশ্বাস দিলেও তারা শেষ মিটিংয়ে আইনি জটিলতার কথা বলে নিয়োগপত্র দিতে অনীহা দেখান। আমরা তো আইনি জটিলতা দেখছি না। মালিকপক্ষ ছাড়া অন্য কোনো সংস্থাও সেটার বিপক্ষে না। তাই আমরা গতকাল (মঙ্গলবার) রাত ১২টা থেকে আবার কর্মবিরতি শুরু করেছি।’
এর আগে, চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র, কর্মঘণ্টা নির্ধারণ এবং সরকার ঘোষিত মজুরির দাবিতে গত ২১ অক্টোবর সকাল থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দেয় শ্রমিক সংগঠন। টানা ৩৪ ঘণ্টা কর্মবিরতির পর সমঝোতার আশ্বাস পেয়ে তারা কর্মসূচি স্থগিত ঘোষণা করে। কথা ছিল, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নেতৃত্বে মালিক-শ্রমিক উভয়পক্ষ অন্যান্য স্টেক হোল্ডারদের নিয়ে বসবেন। কিন্তু সেটা বৃহস্পতিবার না হয়ে সোমবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় মালিক পক্ষ পরদিন (মঙ্গলবার) জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অফিস কক্ষে শ্রম অধিদপ্তরের পরিচালকের উপস্থিতিতে শ্রমিকদের নিয়োগপত্র প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। কিন্তু ওই সভায় নিয়োগপত্র প্রদানে মালিকপক্ষ আপত্তি জানালে ক্ষুব্ধ হয়ে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বন্দরের কাস্টমস মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।