ঠিকাদার শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
সিইউএফএল থেকে সার পরিবহন ৬ ঘণ্টা বন্ধ
আনোয়ারা প্রতিনিধি
নির্বাচন বন্ধ রাখার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল), কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ও ডিএপি-১, ডিএপি-২ সার কারখানা ঠিকাদার শ্রমিক ইউনিয়ন। এ সময় প্রায় ৬ ঘণ্টা সার বোঝাই ও পরিবহন বন্ধ রেখে বিক্ষোভ করেন তারা। এতে কারখানার স্বাভাবিক কাজ ব্যাহত হয়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
বুধবার (৩০ অক্টোবর) সিইউএফএল জেটি এলাকায় শ্রমিকদের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শুরু থেকে নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন হয়ে এলেও গত ২০১৫ সাল থেকে এই শ্রমিক সংগঠনের নির্বাচন বন্ধ। এবার দীর্ঘ ৯ বছর পর রাংগাদিয়া শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জন্য নভেম্বরের তিন তারিখ সময় নির্ধারণ করে দেয় শ্রম অধিদপ্তর। নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও বিভিন্ন কুচক্রিমহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছেন।
মানববন্ধনে স্থানীয় এক বিএনপি নেতার নাম উল্লেখ করে শ্রমিক নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নজরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন শ্রমিক সংগঠনের এই নির্বাচন বন্ধ ছিলো। আজ শ্রমিকরা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছে। তবে বিএনপি নেতা হেলাল কেন আমাদের নির্বাচন বন্ধ করে রাখবে। সে বিষয়ে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
অভিযোগের বিষয় বিএনপি নেতা হেলালের নম্বারে যোগাযোগ করে হলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সার সরবরাহ বন্ধ থাকার বিষয়ে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান বলেন, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রমিকরা সার পরিবহনসহ যাবতীয় কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করে। এতে কারখানার কাজে প্রভাব পড়েছে।
উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর দীর্ঘ ৯ বছর পর রাংগাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১১টি পদে ২৫ জন প্রতিনদ্বন্দ্বিতা করছে। সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিনদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম।