Cvoice24.com

কর্ণফুলীর জমি ইজারার দরপত্র প্রত্যাহার দাবি
বন্দর কর্তৃপক্ষকে আদালত অবমাননার আইনি নোটিশ 

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩, ২৫ নভেম্বর ২০২৪
বন্দর কর্তৃপক্ষকে আদালত অবমাননার আইনি নোটিশ 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার আইনি নোটিশ পাঠানো হয়েছে। কর্ণফুলী নদীর জায়গা ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ এ আইনি নোটিশ পাঠান। সংস্থাটি বিজ্ঞপ্তি দিয়ে ইজারা দরপত্র প্রত্যাহার না করলে আদালত অবমাননার মামলা করবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৫ নভেম্বর) এ আইনি নোটিশ পাঠানো হয়।

আইনি নোটিশপ্রাপ্তরা হলেন - চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিশন এস এম মনিরুজ্জামান, প্রশাসন ও পরিকল্পনা বিভাগের সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান, এবং ভূমি শাখার উপ-ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন।

হাইকোর্টের আইনজীবীর দেওয়া নোটিশে বলা হয়েছে, কর্ণফুলী নদী রক্ষার্থে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (HRPB) জনস্বার্থে ২০১০ সালে একটি রিট পিটিশন দায়ের করে। রিট পিটিশনে আদালত কর্ণফুলী নদীর সীমানা জরিপ করে প্রতিবেদন দাখিল করতে বললে বন্দর কর্তৃপক্ষ ফিরিঙ্গি বাজার মৌজার আর এস ৬০১ দাগ নদীর জায়গা হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তীতে পুনরায় শুনানি শেষে আদালত রায় দিয়ে রুল জারি করেন এবং নদীর জায়গার দখল উদ্ধার করার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু আদালতের রায় ও নির্দেশনা অমান্য করে, ৭ নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের স্থানীয় একটি পত্রিকায় একটি দরপত্র আহ্বান করেন। দরপত্রে বলা হয় ফিরিঙ্গি বাজার মৌজার আর এস ৬০১ দাগ ১০ বছরের জন্য লিজ প্রদান করা হবে। 

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের মুখপাত্র আলিউর রহমান রুসাই বলেন, ‘পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি নজরে আসলে আমাদের সংগঠনের পক্ষে সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ তিনজনকে আদালত অবমাননার নোটিশ প্রেরণ করেন। আগামী তিন দিনের মধ্যে বন্দর কর্তৃপক্ষের লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিল ও দরপত্র প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করে, নোটিশদাতাকে অবিহিত করা না হলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উর্দ্ধতন পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তারা কেউ সাড়া দেননি।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: