Cvoice24.com

পলাতক ব্যবসায়ী লস্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৭, ২ ডিসেম্বর ২০২৪
পলাতক ব্যবসায়ী লস্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কানাডায় পলাতক ঋণখেলাপি মাহিন এন্টারপ্রাইজের মালিক আশিকুর রহমান লস্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (২ ডিসেম্বর) অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক ও যুগ্ম জেলা জজ) মো. মুজাহিদুর রহমান এই পরোয়ানা জারির আদেশ দেন।

ন্যাশনাল ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ১৭৫ কোটি টাকা ঋণের মামলায় এ পরোয়ানা জারি হয়েছে।

অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, ন্যাশনাল ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখা থেকে নেওয়া ঋণের পরিমাণ ১৮৯ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৪২ টাকায়। কিন্তু ঋণের বিপরীতে স্থাবর–অস্থাবর কিংবা সহায়ক কোনো সম্পদ বন্ধক নেই। যার কারণে কোনো নিলাম করা যাচ্ছে না। এ অবস্থায় ব্যাংকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয় গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য। শুনানি শেষে আদালত আশিকুর রহমান লস্করের পরোয়ানা জারির আদেশ দেন।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: