Cvoice24.com

চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত
জিইসি কনভেনশনে ফার্নিচার মেলা আজ থেকে

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০২, ৪ ডিসেম্বর ২০২৪
জিইসি কনভেনশনে ফার্নিচার মেলা আজ থেকে

চট্টগ্রাম বিভাগের ফার্নিচার শিল্প মালিক সমিতির আয়োজনে এবং চিটাগাং ইভেন্টসের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে ফার্নিচার মেলা। নগরের জিইসি কনভেনশনে বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় এ মেলা উদ্বোধন করবেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

আসবাবপত্রে বিশেষ ছাড় দিয়ে এ আয়োজনের তথ্য জানান মেলার আহ্বায়ক মো. নুরুল আজম খান। তিনি বলেন, ‘বুধবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শনের পাশাপাশি বিশেষ ছাড়ে পছন্দের আসবাবপত্র কিনতে পারবেন। এবারের মেলায় অংশ নিচ্ছে ২৮টি প্রতিষ্ঠান।’

তিনি আরও বলেন, ‘ফার্নিচার শিল্পের বিকাশে এ মেলার গুরুত্ব রয়েছে। আমদানি নির্ভরতা কমিয়ে ফার্নিচার শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করা এই মেলা আয়োজনের মূল লক্ষ্য। ফার্নিচার শিল্পে সরকার যদি পৃষ্ঠপোষকতা ও ঠিকমত তদারকি করেন তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।’

প্রসঙ্গত, এ মেলায় কো-স্পন্সর হিসেবে থাকছে দেশের খ্যাত ফার্নিচার শিল্প প্রতিষ্ঠান হাতিল, জেএমজি, ভ্যাগাস, পিটুপি ফার্নিচার, এথেনা'স, শৈল্পিক ফার্নিচার, লাক্সারি ফার্নিচার, আয়োতো ফার্নিচার,  লেগ্যাসি ফার্নিচার, এইচএসডি ফার্নিশিং, নাভানা ফার্নিচার, নিউ এনটিক ফার্নিচার, র‍্যায়ার ফার্নিচার, কাসারোকা।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: