চট্টগ্রাম কাস্টমস
লক্ষ্যমাত্রা পূরণ না হলেও বেড়েছে রাজস্ব আদায়
সিভয়েস২৪ প্রতিবেদক

বছরের শুরুতে ডলার ও আভ্যন্তরীণ তারল্য সংকটে ন্যুজ হয়ে পড়ে আমদানি-রপ্তানি বাণিজ্য। এর মধ্যে চলতি অর্থবছর শুরু হয় জুলাই বিপ্লব বিভিন্ন অস্থিরতাকে কেন্দ্র করে। তবু রাজস্ব আদায়ে বড় অংকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে চট্টগ্রাম কাস্টম হাউস। বছর শেষে রাজস্ব আদায়ের সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে গত বছরের তুলনায় আদায় বেড়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে আদায় হয়েছে ৩৫ হাজার ৯০৩ কোটি ৪১ লাখ টাকা। গতবছরের একই সময়ের রেকর্ড আয় হয়েছিল ৩৩ হাজার ৫২১ কোটি ৩১ লাখ টাকা। অর্থাৎ চলতি বছরে সংস্থাটি ২ হাজার ৩৮২ কোটি ১০ লাখ টাকা বেশি আদায় করে গতবারের রেকর্ড ভেঙেছে।
চট্টগ্রাম কাস্টমস হাউসের মুখপাত্র ও উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, পটপরিবর্তনের অস্থিরতায় রাজস্ব আদায় কমে যাওয়ার একটি শঙ্কা ছিল। কারণ রাজস্ব আদায়ের বড় একটি অংশ নির্ভর করে দেশের অর্থনৈতিক অবস্থা ও ব্যবস্থাপনার উপর। কিন্তু আমরা এ অর্থবছরের শেষ ছয় মাসে ৭ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এরমধ্যে শেষ মাসের হিসেবে ২৭ দশমিক ৯১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে থাকা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘টার্গেট থেকে আদায়ের পরিমাণ কম আছে। তবে একটা জিনিস লক্ষ্যণীয়, অর্থবছরের শুরু থেকে শেষ মাস পর্যন্ত রাজস্ব আদায়ের হার ক্রমবর্ধমানভাবে বেড়েছে। আশা করছি, ব্যাংকগুলো সবল হলে এবং ব্যবসায়ীরা অনুকূল পরিবেশ পেলে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।’
অর্থ-বাণিজ্য সব খবর