ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এমডিকে তিন মাসের বাধ্যতামূলক ছুটি
নিউজ ডেস্ক, সিভয়েস২৪

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে।
শনিবার অনুষ্ঠিত পর্ষদের জরুরি সভায় তাঁকে তিন মাসের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়াকে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ১ সেপ্টেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে তা পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানকে।
অর্থ-বাণিজ্য সব খবর