সিঅ্যান্ডএফ এজেন্ট নির্বাচনের ‘বিতর্কিত’ তফশিল, বঞ্চিত ফোরামের প্রত্যাখান
সিভয়েস২৪ প্রতিবেদক

চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের ‘পলাতক’ নির্বাচন কমিশনার নুর মোহাম্মদ কর্তৃক নির্বাচনের তফশিল ঘোষণার প্রতিবাদ জানিয়েছে বঞ্চিত ব্যবসায়ী ফোরাম।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে নগরের আগ্রাবাদ জীবন বীমা ভবনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক এস এম সাইফুল আলম।
এ সময় তিনি বলেন, ‘চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের কমিশনার নূর মোহাম্মদ কয়েকমাস ধরে পলাতক। তার নামে মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে সিএন্ডএফ এসোসিয়েশনের নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। এই তফশিলে ৩০-৪০ বছরের রীতিনীতি ভঙ্গ করে প্রার্থীর পক্ষে প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন সংগ্রহ এবং জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। যা অনৈতিক।’
‘পলাতক নির্বাচন কমিশনার ঘোষিত এই তফশিল বাতিল করতে হবে। বিতর্কিত নির্বাচন কমিশন ভেঙ্গে দিয়ে নতুন তফশিল ঘোষণা করতে হবে।’-বলেন তিনি।
তিনি আসন্ন নির্বাচনে ফ্যাসিবাদের দোসরদের প্রত্যাখ্যান করে ব্যবসায়ীদের বৃহত্তর ঐক্যের আহ্বান জানান।
সমাবেশে আরো বক্তব্য দেন সিএন্ডএফ ব্যবসায়ী শওকত আলী, রোকন উদ্দিন মাহমুদ, এ এস এম ইসমাইল খান, হাসান মানিক, জামাল উদ্দিন বাবলু, শাহনেওয়াজ রুমি, তাজুল ইসলাম, এস এম ফরিদুল আলম, আলমগীর সরকার, এস এম খায়রুল আমান, আবদুল গফুর, মো. সালাউদ্দীন, মোরশেদুল আলম, মো. আলমগীর প্রমুখ।
অর্থ-বাণিজ্য সব খবর