Cvoice24.com

চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনে বিনা ভোটে জয়ী ৮

সিভয়েস২৪ প্রতিবেদক
২১:০৬, ৩ ফেব্রুয়ারি ২০২৫
চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনে বিনা ভোটে জয়ী ৮

চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শনের ত্রি-বার্ষিক নির্বাচনের ২৯ পদের বিপরীতে মনোনয়ন পত্র জমা হয়েছে ৫৯টি। এর মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও বন্দর বিষয়ক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৮ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচন ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

অ্যাসোসিয়শনের নির্বাচন কমিশনের দপ্তর সূত্রে জানা গেছে, ৫৯ জনের মধ্যে ৮ পদে একজন করে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পদগুলোতে অন্য কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে তা আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা দেয়নি নির্বাচন কমিশন।

এতে সভাপতি পদে এস এম সাইফুল আলম, প্রথম সহ-সভাপতি পদে মো. নুরুল আবছার, দ্বিতীয় সহ-সভাপতি পদে মো. সাইফুদ্দিন, তৃতীয় সহ-সভাপতি পদে আবু সালেহ, সাধারণ সম্পাদক পদে মো. শওকত আলী, অর্থ সম্পাদক পদে মোকতার হোসাইন পাটওয়ারী, বন্দর বিষয়ক সম্পাদক পদে রোকন উদ্দিন মাহমুদ এবং কাস্টমস বিষয়ক প্রথম সম্পাদক মনসুর উল আমিন রয়েছেন। বাকি ২২ পদে প্রতিদ্বন্দ্বী থাকায় ২৬ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্রথম ‍যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুজন, দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনজন, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে দুজন, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে দুজন, কাস্টমস বিষয়ক দ্বিতীয় সম্পাদক পদে দুজন, বন্দর বিষয়ক প্রথম সম্পাদক পদে দুজন, বন্দর বিষয়ক দ্বিতীয় সম্পাদক দুজন, প্রযুক্তি-প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক পদে দুজন, প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক পদে দুজন, সাংস্কৃতিক-শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে দুজন এবং নির্বাহী সদস্য পদে ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি এস এম সাইফুল আলম বলেন, ‘আমার জানা মতে ৬০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এখানে সবাই ইনডিভিজ্যুালি প্রতিদ্বন্দ্বীতা করছেন। কেউ কোনো পরিষদ বা প্যানেল থেকে নির্বাচন করছেন না। ২৬ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।’ 

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ শরিফ সিভয়েস২৪’কে বলেন, ‘এবারের নির্বাচনে ৭২ জন মনোনয়েন পত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৫৯ জন। এর মধ্যে ৮ পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকছে না। তবে এ বিষয়ে আমরা এখনো ফল প্রকাশ করিনি। ২৬ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পরেই আমরা ফল প্রকাশ করবো।’