Cvoice24.com

এইচএসসি’র ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা ১৪ মে 

প্রকাশিত: ১৩:২০, ২২ এপ্রিল ২০১৮
এইচএসসি’র ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা ১৪ মে 

-ফাইল ছবি

এইচএসসি’র স্থগিত হওয়া ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। আজ রোববার (২২ এপ্রিল) পরীক্ষাটি স্থগিত করার কয়েক ঘণ্টা পরই নতুন এই তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃ শিক্ষাবোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। 

তিনি জানান, এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। এছাড়াও এ ঘটনায় একজন উপ-পরীক্ষা নিয়ন্ত্রককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি নেত্রকোনার দুর্গাপুর মহিলা কলেজ কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্রের পরিবর্তে  কীভাবে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেওয়া হলো তা খতিয়ে দেখবে। তদন্ত কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

এদিকে, এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক আরেকটি কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র। 

প্রসঙ্গত: আজ রোববার দেশজুড়ে এইচএসসি’র ভূগোল প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু  নেত্রকোনা জেলার দুর্গাপুর মহিলা কলেজ কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্রের পরিবর্তে ভুলবশতঃ দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। ভুলটি বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে দেওয়া হয়। বিষয়টি অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন আগামীকাল ২৩ এপ্রিল সোমবার অনুষ্ঠেয় ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। একইসঙ্গে নতুন করে প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষাটি নেওয়ার জন্য শিক্ষা বোর্ডকে নির্দেশ দেয়।  

সিভয়েস/আরসি 

90

সর্বশেষ

পাঠকপ্রিয়