Cvoice24.com

প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পদবি পরিবর্তনের প্রস্তাব

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২০:৩০, ২৪ জানুয়ারি ২০২৩
প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পদবি পরিবর্তনের প্রস্তাব

জেলা-উপজেলা পর্যায়ে শিক্ষা কর্মকর্তাদের বর্তমান পদবি বিভ্রান্তিকর জানিয়ে পরিবর্তনের প্রস্তাব জানিয়েছেন জেলা প্রশাসকরা।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৩’-এর প্রথম দিনের তৃতীয় অধিবেশনে এ প্রস্তাব করেন। 

অধিবেশন শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এটাকে সুস্পষ্ট করে ভাগ করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা করতে বলা হয়েছে। আমি মনে করি, এটি খুবই যুক্তিযুক্ত। এটা করতে পারলে বিভ্রান্তিটাও থাকবে না।’

বর্তমানে জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী ‘জেলা শিক্ষা অফিসার’, অন্যদিকে জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর প্রধানের পদবী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। একইভাবে উপজেলা শিক্ষা অফিসার, এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পদবীতে ‘প্রাথমিক’ সংযুক্ত না থাকায় বিভ্রান্তিতে পড়ে মানুষ।

সর্বশেষ

পাঠকপ্রিয়