Cvoice24.com

লকডাউনে বন্ধ থাকবে অ্যাসাইনমেন্ট কার্যক্রম

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ৪ এপ্রিল ২০২১
লকডাউনে বন্ধ থাকবে অ্যাসাইনমেন্ট কার্যক্রম

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনে বন্ধ থাকবে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম। রবিবার (৪ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। 

নির্দেশনা বাস্তবায়ন করতে উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশ দেওয়া হয়েছে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে ৫ এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়