Cvoice24.com

করোনার উপসর্গ নিয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০২, ১০ এপ্রিল ২০২১
করোনার উপসর্গ নিয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের শারমিন আক্তার রিমা (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী শারমিন বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন।

শনিবার (১০ এপ্রিল) ভোর ৫টায় গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার পূর্ব কান্দাইলে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শারমিন কয়েকদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও মাথাব্যথায় ভুগছিলেন। এছাড়া খাদ্য গ্রহণেও সমস্যা দেখা দিয়েছিল তার। তবে পরিবারের ধারণা, স্ট্রোকজনিত কারণে মারা গেছেন তিনি।

এ বিষয়ে শারমিনের বড় ভাই ফাইজুল হক বলেন, ‘অবস্থার অবনতি হলে সকাল ৮টার দিকে হাসপাতালে নিতে যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই সে মৃত্যুবরণ করে।’

-সিভয়েস/এইচবি

সর্বশেষ

পাঠকপ্রিয়