Cvoice24.com

চবির পাহাড়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫, ১৬ এপ্রিল ২০২১
চবির পাহাড়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

চবির পাহাড়ে আগুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের গোলপুকুর সংলগ্ন পাহাড়ে আগুন লেগেছে। প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি হাটহাজারী ফায়ার স্টেশনের কর্মীরা। তাদের দু’টি গাড়ি এখনো নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ওই পাহাড়ের ৪/৫টি জায়গায় এই আগুনের সূত্রপাত ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিভয়েসকে হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাজাহান। তিনি বলেন, ‘আগুন লাগার খবর শুনে দু’টি গাড়ি নিয়ে ঘটনা স্থলে আসি। পাহাড়ে বিভিন্ন জায়গায় আগুন লাগার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কষ্ট হচ্ছে। আর ওদিকটা একটু অন্ধকার হওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছে। তবে ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।’

আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে— এখনো পর্যন্ত জানা যায়নি, পরে তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ বলা যাবে।’ বতর্মানে ঘটনাস্থলে চবি প্রক্টরসহ সিকিউরিটি ইনচার্জ আছেন বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়