Cvoice24.com

চবিতে ১ লাখ ২৬ হাজার ভর্তি আবেদন, বাড়তে পারে সময়

প্রকাশিত: ১৯:০৪, ২৫ এপ্রিল ২০২১
চবিতে ১ লাখ ২৬ হাজার ভর্তি আবেদন, বাড়তে পারে সময়

গত ১৪ দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে ১ লাখ ২৬ হাজার ৪৫জন  শিক্ষার্থী। গত ১২ এপ্রিল থেকে অনলাইনে  চলমান এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এদিকে কোভিড-১৯ কারণে চলমান লকডাউনের ফলে আবেদনের সময় আরও বাড়তে পারে বলে জানেয়েছে চবি কর্তৃপক্ষ।

রবিবার (২৫ এপ্রিল) দুপুর পর্যন্ত ভর্তি পরীক্ষার জন্য মোট আবেদন করেছেন ১ লাখ ২৬ হাজার ৪৫ জন শিক্ষার্থী। এর মধ্যে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করেছেন ১ লাখ ৮ হাজার শিক্ষার্থী। 

সিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেন চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড.মোহাম্মদ  খাইরুল ইসলাম।  

ভর্তি পরীক্ষায় চারটি ও দু’টি উপ-ইউনিট মিলে মোট ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। এর বিপরীতে আজ রবিবার (২৫ এপ্রিল) পর্যন্ত  ‌‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৪৮ হাজার ৫শ ৫৫ জন। ‘বি’ ইউনিটে ২৭ হাজার ৮শ ৯৬ জন। ‘বি-১’ উপ-ইউনিটে ২ হাজার ২শ ৮৯ জন। ‘সি’ ইউনিটে ৯ হাজার ৬৪ জন। ‘ডি’ ইউনিটে ৩৫ হাজার ২শ ১৭ জন এবং ‘ডি-১’ উপ-ইউনিটে ৩ হাজার ২৪ জন অনলাইনে আবেদন করেছে।

আইসিটি সেলের পরিচালক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম সিভয়েসকে বলেন, ‘এবার আইসিটি সেলের তত্ত্বাবধানে প্রথমবারের মতো নিজস্ব সার্ভারে ভর্তি আবেদন কার্যক্রম পরিচালনা করছে চবি। আবেদন শুরু হওয়ার প্রথম দিকে সার্ভারের কিছু জটিলতা দেখা দেয়, বর্তমানে জটিলতা কেটে আবেদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে ফি জমাদানের জটিলতা নিয়ে তিনি সিভয়েসকে বলেন, ‘বিকাশ ও রকেটের স্ব-স্ব সার্ভার সমস্যার কারণে অনেক সময় টাকা জমাদানে সমস্যা হয়েছে বা কিছু ক্ষেত্রে টাকা আটকে গেছে। তবে বিকাশে আটকে যাওয়া সকল ফি আবার ফেরত দিয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা পুনরায় ফি জমা দিতে পারবে। এছাড়া মোবাইলে এসএমএস আসতে অনেক সময় বিলম্ব হয়, সবকিছু নিয়ে আসলে আমাদের সমন্বয় করে কাজ করতে হয়। অনেক ছাত্র পাসওয়ার্ড হারিয়ে ফেলেছে। হেল্পডেক্স থেকে আমাদের আবার ওগুলো উদ্ধার করে দিয়ে দিতে হয়।’ 

এদিকে চলমান লকডাউনের কারণে ৫ এপ্রিলে হওয়া আবেদন প্রক্রিয়া পিছিয়ে ১২ এপ্রিলে নেওয়া হয়। তবে লকডাউন চলমান থাকায় অনেক শিক্ষার্থীদের অনলাইনে আবেদনে পোহাতে হচ্ছে বিড়ম্বনা।

এ বিষয়ে রবিবার (২৫ এপ্রিল) দুপুরে অনলাইনে আবেদনের সময়সীমা বাড়তে পারে বলে সিভয়েসকে জানান চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।  

তিনি বলেন, ‘চলমান লকডাউনের কারণে অনেক শিক্ষার্থী আবেদন করতে পারেনি। তবে আবেদনের সময়সীমা কতদিন বাড়াবে তা সিদ্ধান্ত হবে আগামী ২৮ এপ্রিল। এদিন বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি ও ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানা যাবে।’

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। এরমধ্যে ‘এ’ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১৪টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি, ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। উপ ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে ১২৫টি ও ‘ডি-১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়