Cvoice24.com

চবির রাজনীতি বিভাগ নিয়ে মন্তব্য না করতে বিজ্ঞপ্তি

সিভেয়স ডেস্ক

প্রকাশিত: ২২:৩৩, ৯ জুন ২০২১
চবির রাজনীতি বিভাগ নিয়ে মন্তব্য না করতে বিজ্ঞপ্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগ নিয়ে ‘সামাজিক মাধ্যমে’ কোনো মন্তব্য না করতে শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। বুধবার দুপুরে এ বিজ্ঞপ্তি দেয় বিভাগ কর্তৃপক্ষ।

বিভাগের সভাপতি আনোয়ারা বেগম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষার্থীরা বিভাগ সম্পর্কে কোনো মন্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ করবে না। এতে বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।

এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রদানকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারা বেগম বলেন, 'শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। না জেনে অথবা আবেগের বশে অনেক সময় বিভাগ নিয়ে বিভিন্ন মন্তব্য করে থাকে। তাই শিক্ষার্থীদের উপদেশমূলক এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এটি কোনো নিষেধাজ্ঞা নয়।'

বিষয়টি নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মনিরুল হাসান বলেন, 'বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় শিক্ষার্থীদের প্রতি এমন বিজ্ঞপ্তি দেওয়া ঠিক হয় নি। কারণ একজন শিক্ষার্থী তার বিভাগ এমনকি বিশ্ববিদ্যালয় নিয়েও মন্তব্য করার অধিকার রাখে। তবে কোন প্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তাও জানার দরকার রয়েছে।'

সর্বশেষ

পাঠকপ্রিয়