Cvoice24.com

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে চবি’র যত আয়োজন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৬, ১৫ জুন ২০২১
স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে চবি’র যত আয়োজন

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে চবি’র যত আয়োজন।

স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। পরীক্ষা নিতে সমন্বয় করা হবে বিভাগ ও অনুষদভিত্তিক পরীক্ষার রুটিন। বলা হয়, প্রতিটি অনুষদভুক্ত বিভাগগুলো একদিনে শুধু একটি সেশনের পরীক্ষা নিতে পারবে। এক্ষেত্রে যেসব সেশনের কোর্স সম্পন্ন ও অসমাপ্ত রয়েছে সে পরীক্ষাগুলো আগে নেওয়া হবে।

মঙ্গলবার (১৫ জুন) একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে পরীক্ষার ব্যাপারে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া সিভয়েসকে বলেন, ‘আজকের সভায় অনলাইনে পরীক্ষা না নেওয়ায় সিদ্ধান্ত হয়। আমরা বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী সশরীরে শিক্ষার্থীদের থেকে পরীক্ষাগুলো নিব। ইতোমধ্যে আমরা বিভিন্ন বিভাগের অসমাপ্ত পরীক্ষা নেয়া শুরু করেছি। স্বাস্থ্যবিধি মেনে আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে পরীক্ষা নিতে চাই।’ 

তিনি বলেন, ‘এক্ষেত্রে প্রতিটি অনুষদে শিক্ষার্থীদের ভিড় যেন বেশি না হয় সেদিকে নজর থাকবে। এছাড়া প্রতিটি বিভাগে একদিনে একটি সেশনের পরীক্ষা নিতে পারবে। একই ফ্লোরে একাধিক বিভাগ থাকলে সেক্ষেত্রে একদিনে শুধু একটি বিভাগের পরীক্ষা নেওয়া হবে। এসব বিষয়গুলো প্রতিটি অনুষদের ডিনরা বিভাগের প্রধানদের সাথে বসে কো-অর্ডিনেট করবে। এভাবে ডিনরা পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কো-অর্ডিনেট করে পরীক্ষার সময়সূচী সমন্বয় করা হবে।’

এস এম সালামত উল্যা ভূঁইয়া আরও বলেন, ‘আমরা আবাসিক হল ও শাটল ট্রেন চালু করছি না। হল খুললে সবাই হলে থাকবে। তখন স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাবে। আমরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে পরীক্ষাগুলো নিতে চাই। শিক্ষার্থীরাও হল না খুলে পরীক্ষা দেয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে।’

এর আগে, গত ২৩ মে উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে’কে আহ্বায়ক ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) সৈয়দ মনোয়ার আলীকে সদস্য সচিব করে অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য কমিটি গঠন করা হয়। তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসে আবার সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

-সিভয়েস/এইচবি

সর্বশেষ

পাঠকপ্রিয়