Cvoice24.com

চবির সাবেক উপাচার্য মোহাম্মদ আলী আর নেই

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৫, ২৪ জুন ২০২১
চবির সাবেক উপাচার্য মোহাম্মদ আলী আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য ও ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মাদ আলী মারা গেছেন। 

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা ১০মিনিটে নগরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। 

আগামীকাল (২৫ জুন) জুমার নামাজের পর চান্দগাঁও বি-ব্লক জামে মসজিদে জানাজা শেষে সেখানে দাফন করার কথা রয়েছে।

অধ্যাপক ড. মোহাম্মদ আলী ১৯৮৫ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয় ঢাকা ও সাউদার্ন বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য, বাংলা একাডেমি প্রবর্তিত অভিধানের অন্যতম সম্পাদক ছিলেন। তিনি চবির কলা ও মানববিদ্যা অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন। 

দেশবরেণ্য এ অধ্যাপকের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

সর্বশেষ

পাঠকপ্রিয়