Cvoice24.com

গেটের তালা খুলতে দেরি— প্রহরীর মাথায় চবি ছাত্রলীগ নেতার চেয়ারের আঘাত

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ১২ জুলাই ২০২১
গেটের তালা খুলতে দেরি— প্রহরীর মাথায় চবি ছাত্রলীগ নেতার চেয়ারের আঘাত

কঠোর লকডাউনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উত্তর ক্যাম্পাসের প্রবেশদ্বার বন্ধ রাখার নির্দেশ দেয় চবি প্রশাসন। কিন্তু মোটরসাইকেল নিয়ে বন্ধ গেট খুলে যেতে চাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সুমন নাছির(২৯)। এসময় গেটের চাবি না দেওয়ায় এবং যেতে বাধা দেওয়ায় চেয়ার দিয়ে শাহাদাত হোসেন (৫০) নামে এক নিরাপত্তা প্রহরীর মাথায় আঘাত করার অভিযোগ পাওয়া যায় এ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।  

রোববার (১১ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের (উত্তর ক্যাম্পাস) দুই নম্বর গেট প্রধান ফটকে এ ঘটনা ঘটে। 

এতে আহত নিরাপত্তা কর্মী শাহাদাত হোসেনকে চবি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন সিভয়েসকে বলেন, 'বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের নির্দেশে লকডাউনের শুরু থেকে গেট চব্বিশ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে আমাদের। আজ সন্ধ্যা ৭ টার সময় সুমন নাছির মোটরসাইকেল সহ সাথে আরও দশ-বারো জন কর্মী নিয়ে গেটের বাইরে যেতে চেয়েছিল। গেটে তালাবদ্ধ থাকায় সে চাবি খুঁজেছিল। কিন্তু চাবি ওই সময় আমার কাছে ছিল না। চাবি ছিল নিরাপত্তা দপ্তরে। চাবি না পাওয়ায় সুমন নাছির ক্রিপ্ত হয়ে পাশে থাকা প্লাস্টিকের চেয়ার দিয়ে আমার মাথায় আঘাত করে। এছাড়া তার সাথে ছাত্ররা আমার বুকে ঘুষি মারে। বর্তমানে আমি বাসায় আছি। ডাক্তার আমাকে এক সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন ।’ 

এ বিষয়ে চবি নিরাপত্তা প্রধান আবদুর রাজ্জাক সিভয়েসকে বলেন, ‘২ নং গেট এলাকায় ফটকে দায়িত্বরত আমাদের এক নিরাপত্তা কর্মীকে সুমন নাছির নামে এক ছাত্রলীগ নেতা মারধর করেছে । তাকে স্থানীয়রা উদ্ধার করে চবি হাসপাতালে নিয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশে ওই গেটে চব্বিশ ঘণ্টা তালাবদ্ধ রাখার নির্দেশ রয়েছে আমাদের।' 

অভিযুক্ত সুমন নাছির বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গত কমিটির সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি 'সিএফসি ' গ্রুপের নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা সিভয়েসকে জানান, গত বছরে বিশ্ববিদ্যালয়ে মেরিন সাইন্স ইনিস্টিউটের নবনির্মিত ভবনের চাঁদাবাজি ও শ্রমিকদের মারধরের ঘটনায় তিনি অভিযুক্ত।

তবে কিছুটা দায় এড়িয়ে ছাত্রলীগ নেতা সুমন নাছির সিভয়েসকে বলেন, ‘এখানে কোন মারামারি হয়নি। আমাদের ছেলেদের গাল মন্দ করার কারণে তার সাথে হাতাহাতি হয়েছে। আমরা চাবি চেয়েছিলাম শুধু তিনি উত্তরে খারাপ ব্যবহার করেন। তাই আমি ধাক্কা দিয়ে তাকে ভিতরে সরিয়ে দেই।’ 

এ বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল সিভয়েসকে বলেন, 'এখানে শুনেছি হাতাহাতি হয়েছে। ছাত্রলীগ কর্মীকে নাকি ওই প্রহরী গাল মন্দ করে। এতে তারা তাকে কিল ঘুষি মারে। লকডাউনে বিশ্ববিদ্যালয়ের ওই ফটক বন্ধ রাখার নিয়ম, ওই রাস্তায় তো কেউ মোটরসাইকেল নিয়ে যেতে পারে না। আমরা সবসময় অপরাধীর বিরুদ্ধে। অভিযোগ পেলে অবশ্যই ছাত্রলীগ এ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিব। তবে নিরপত্তা কর্মীর বিষয়েও যথাযথ ব্যবস্থা নিতে প্রসাশনকে দাবি জানাই।' 

এদিকে এ বিষয়ে জানতে চাইলে একাধিকবার মোবাইলে কল দিয়েও কল রিসিভ করেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া।

সর্বশেষ

পাঠকপ্রিয়