Cvoice24.com

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগে সামার স্কুলের উদ্বোধন

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৯:১৭, ১৭ জুলাই ২০২১
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগে সামার স্কুলের উদ্বোধন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সামার স্কুল ২০২১ উদ্বোধন হয়েছে। 

শনিবার (১৭ জুলাই) এ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম আওরঙ্গজেব।

কম্পিউটার সায়েন্স এন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. শাহাদাত হোসেন। 

‘Start build and grow your professional career with cloud technologies’ শীর্ষক ওয়েবিনারে কী নোট স্পীকার হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন সলিউশান আর্কিটেকচার আমাজন ওয়েভ সার্ভিস ইউএসএ’র লিডার মোহাম্মদ মাহিদি উজ্জামান।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সাবরিনা জাহান মাইশা এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার, সামার স্কুল কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মনজুর আলম। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আওরঙ্গজেব বলেন, বিশ্ব আজ প্রযুক্তির মাধ্যমে এগিয়ে চলছে। আমরা এখন ৪র্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে আছি। প্রতিযোগিতাশীল এই শিল্প বিপ্লবে টিকে থাকতে হলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়রিং বিভাগের ছাত্র-ছাত্রীদের তথ্য প্রযুক্তিতে নিজেদের আরো বেশি দক্ষ করে তুলতে হবে। সারা বিশ্বে তথা বাংলাদেশে যখন মহামারী কোভিড-১৯ নিয়ে শঙ্কিত এই সময়ে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর গবেষণা, ওয়ার্কশপ, ওয়েবিনার সহ বিভিন্ন কার্যক্রম করেছে। এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একইসঙ্গে সামার স্কুলের সফলতা কামনা করছি।  

ভার্চুয়ালী অনুষ্ঠিত সামার স্কুল অনুষ্ঠানে বিভাগের শিক্ষক মন্ডলী এবং ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়