Cvoice24.com
corona-awareness

করোনা উপসর্গ নিয়ে চবি ছাত্রীর মৃত্যু 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৫, ২৯ জুলাই ২০২১
করোনা উপসর্গ নিয়ে চবি ছাত্রীর মৃত্যু 

করোনার উপসর্গ ও শ্বাসকষ্ট নিয়ে তানজিদা মোরশেদ নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এমএ স্নাতকোত্তর শ্রেণির ছাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোর সোয়া ৬ টায় নগরের ডায়বেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তার মৃত্যুর খবর সিভয়েসকে নিশ্চিত করেছেন তানজিদা মোরশেদের সহপাঠী চবি ইংরেজি বিভাগের শিক্ষার্থী গোলাম মোস্তফা সুমন। তিনি বলেন, ‘কয়েকদিন আগে থেকে তিনি জ্বরে ভুগছিলেন। গতকাল শ্বাসকষ্ট নিয়ে ডায়বেটিস হাসপাতালে ভর্তি হন। তার অক্সিজেন লেভেল ৩০-৩৫ এ নেমে আসে। আজকে কোভিড পরীক্ষা করানোর কথা ছিল তার।’

জানা যায়, তানজিদা চবি ইংরেজি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের মেধাবী ছাত্রী ছিলেন। বিভাগে তিনি ফার্স্ট  ক্লাস সেকেন্ড ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি একটি স্কুলে পার্টটাইম শিক্ষকতা করতেন। তানজিদার পরিবারে মা ও আরেক বড় বোন আছেন। তিনি পরিবার নিয়ে নগরের হালিশহর থানার বি-ব্লক আবাসিকে থাকতেন।  

তানজিদা মোরশেদের মৃত্যুতে চবি শিক্ষক ও শিক্ষর্থীরা গভীর শোক প্রকাশ করেছেন। সকাল সাড়ে ১০ টার দিকে চমেক হাসপাতাল মর্গ সংলগ্ন এলাকায় জানাযা শেষে নগরের হালিশহর এলাকাস্থ বিহারী কবরস্থানে তাকে দাফন করা হয়।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়