Cvoice24.com

‘আঁই কি বাংলা হতা হইত পারিনে’ —চবিতে কবি নূরুল হুদা

চবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪১, ২৫ সেপ্টেম্বর ২০২১
‘আঁই কি বাংলা হতা হইত পারিনে’ —চবিতে কবি নূরুল হুদা

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা বলেন, ‘আঁই কি বাংলা হতা হইত পারিনে? (আমি কি সঠিক বাংলা ভাষায় কথা বলতে পারি)। প্রত্যেক বাঙ্গালীর শুদ্ধ বাংলা ভাষা জানা দরকার। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা বাংলা ভাষা, সবচেয়ে মিষ্ট ভাষা। আমার গর্বের ভাষা।’ 

শনিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় বাংলা ভাষার প্রতি জোর দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ব্যক্তি চলে যায়, কিন্তু তার জ্ঞান থেকে যায়। প্রতি পদে পদে আমাদের ভুল হচ্ছে, কিন্তু সে ভুলকে আমরা সংশোধন করে এগিয়ে যাব।’

মহাপরিচালক বলেন, ‘সাগর তীর আমার জন্য আপনার জন্য। সাগর তীর মানে বাংলাদেশের হিমালয় থেকে সুন্দরবন। বাংলাদেশের দরিয়া নগর মানে শুধু কক্সবাজার নয়, শুধু চট্টগ্রাম নয়, সমগ্র বাংলাদেশ। সেই বাংলাদেশে আমরা সবসময় শিক্ষার্থী।’

তিনি বলেন, ‘বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। আমি আপনারও ছাত্র উপাচার্য। এখানে যারা আছেন সবার আমি ছাত্র। আমার বয়স শুরু হয়েছিল আমার চেতনার শুরু থেকে। আমার বয়স শেষ হবে যখন আমার চেতনা শেষ হবে। আমরা এক মুহুর্তের মধ্যে বিলীন হয়ে যায় আবার মুহুর্তের মধ্যে জন্মগ্রহণ করি।’

এর আগে, বিশ্ববিদ্যালয়ের ৩৩তম সিনেট সভার সিন্ডিকেট মনোনীত গবেষণা প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা বাজেটের উপর আলোচনা করেন।

-সিভয়েস/এমআর/এমএম

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়