Cvoice24.com

নতুন শাটল : চবি উপাচার্য সকালে চূড়ান্ত বললেও রাতে বলছেন নিশ্চিত নয় 

চবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১২, ২৫ সেপ্টেম্বর ২০২১
নতুন শাটল : চবি উপাচার্য সকালে চূড়ান্ত বললেও রাতে বলছেন নিশ্চিত নয় 

পহেলা অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন একজোড়া শাটল ট্রেন চালুর বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। শনিবার রাতে আলাপকালে তিনি একথা বলেন।

চবি উপাচার্য বলেন, ‘ট্রেন চালুর বিষয়টি চূড়ান্ত নয়। আমরা এখনো বগিও পাইনি। তবে রেলমন্ত্রী আমাদের জানিয়েছেন ট্রেন রেডি আছে। আমাদের পরিবহন অধিদপ্তর সোমবারের মধ্যে রেলওয়ের সাথে যোগাযোগ করবেন। তারপর বলা যাবে কখন তারা আমাদের ট্রেন দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় না খুললে শাটল ট্রেন চালু করা হবে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকালীন সময়ে ঢাবি কর্তৃপক্ষ যদি খরচ বহন করে তখন ট্রেন চলতে পারে। ওনারা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে তা চূড়ান্ত করবে।’

এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের ৩৩ তম সিনেট সভার প্রশ্ন-উত্তর পর্বে উপাচার্য বলেছিলেন, ‘রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের মহোদয়ের সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি একজোড়া শাটল ট্রেন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এতে শিক্ষার্থীদের পরিবহন ভোগান্তির লাঘব হবে। হয়তো আমরা অক্টোবরের দিকে তা চালু করতে পারি।’

সর্বশেষ

পাঠকপ্রিয়