Cvoice24.com

নিবন্ধন করলেই চবির মেডিকেল সেন্টারে মিলবে করোনার টিকা

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৯, ২৬ সেপ্টেম্বর ২০২১
নিবন্ধন করলেই চবির মেডিকেল সেন্টারে মিলবে করোনার টিকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থীদের নিবন্ধন করলেই মিলবে করোনার টিকা। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যারা ইতোমধ্যে হাটহাজারী কেন্দ্রে টিকার নিবন্ধন করেছে শুধুমাত্র তারাই এ সুবিধা পাবে। এক্ষেত্রে আগামী ২৮ সেপ্টেম্বর নিবন্ধনকারীদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চায়নার তৈরি সিনোভেক্সের প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। 

বিষয়টি নিশ্চিত করে প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, সকাল সাড়ে ৯টা থেকে টিকা কার্যক্রম শুরু হবে। একেত্রে টিকার কার্ডের প্রিন্টেড দুই কপি সাথে করে নিয়ে যেতে হবে। এসএমএস না আসলেও টিকা নেয়া যাবে।

টিকাগুলো কোথায় থেকে আসবে এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বাজেটকৃত টিকার কিছু আমরা নিয়ে আসবো এখানে। তবে আমরা স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেছি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যাতে টিকা পাঠায়। এগুলো আসলে আমরা সব শিক্ষার্থীকে পর্যায়ক্রমে টিকার আওতায় নিয়ে আসতে পারবো। যাতে দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেয়া যায়।

সর্বশেষ

পাঠকপ্রিয়