Cvoice24.com

চট্টগ্রামে আজ, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

চোখে কালো কাপড় বেঁধে চবি শিক্ষকের প্রতিবাদ

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:১১, ১৮ অক্টোবর ২০২১
চোখে কালো কাপড় বেঁধে চবি শিক্ষকের প্রতিবাদ

দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের জানমাল, ঘরবাড়ি ও উপাসনালয়ের হামলার প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।

সোমবার (১৮ অক্টোবর) চোখে কালো কাপড় বেঁধে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে তিনি প্রতিবাদ কর্মসূচী পালন করেন। 

এ বিষয়ে ড. মো. আতিকুর রহমান বলেন, দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অন্যায় অত্যাচার চলছে তার প্রতিবাদ স্বরুপ আমি এখানে দাঁড়িয়েছি। একটি স্বাধীন রাষ্ট্রে কোন সম্প্রদায় এভাবে নির্যাতিত হতে পারে না। এ দেশের স্বাধীনতা কোন বিশেষ গোষ্ঠীর নয় বরং সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। আর এই স্বাধীন দেশে আমরা অসাম্প্রদায়িকতার চর্চা দেখতে চাই। সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় জড়িত সকলের কঠোর থেকে কঠোরতর বিচারের দাবি জানাচ্ছি।

সর্বশেষ

পাঠকপ্রিয়