Cvoice24.com

৫৯০ দিন পর চবিতে সশরীরে ক্লাস শুরু

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৩, ১৯ অক্টোবর ২০২১
৫৯০ দিন পর চবিতে সশরীরে ক্লাস শুরু

৫৯০ দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সশরীরে পাঠদান কার্যক্রম আজ মঙ্গলবার শুরু হয়েছে। এতদিন অনলাইনে ক্লাস চললেও এখন থেকে সশরীরে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাসে অংশ নিতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, এদিন সকাল ৮টা থেকে শাটল ট্রেন, বাসযোগে চবির বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করতে ক্যাম্পাসে আসছেন। দীর্ঘদিন পর সরাসরি ক্লাসে অংশ নিতে পেরে তারা খুবই উচ্ছ্বসিত। শ্রেণিকক্ষে মাস্ক পরে শিক্ষার্থীরা প্রবেশ করছেন। রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার। লাইব্রেরি, ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের পদচারণা বেড়েছে।

সশরীর ক্লাসে অংশে নেওয়া বাংলা বিভাগের শিক্ষার্থী শাহ রিয়াজ বলেন, সকাল ১০টা থেকে আমাদের ক্লাস। অনেকদিন পর আমাদের ক্লাস শুরু হচ্ছে। মনে হচ্ছে আমরা যেন আবার নতুন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। বন্ধুদের সঙ্গে ক্লাস করতে পারব বলে অনেক ভালো লাগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ আমাদের আবার ক্লাসে ফেরার সুযোগ করে দেওয়ার জন্য।

ক্লাস শেষে সমাজবিজ্ঞানে তিন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন আসহাব আরমান। তিনি বলেন, অনেকদিন পর বাড়ি ফিরলে যেমন লাগে আমারও ঠিক তেমনটিই মনে হচ্ছে। যেন বাড়ি ফিরে এসেছি। আর স্বাস্থ্যবিধির দিকেও আমরা নজর রেখেছি। সবাই তো দেখছেন মাস্ক ব্যবহার করছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া সিভয়েসকে বলেন, ছেলে-মেয়েরা ক্লাসে ফিরতে পেরে খুবই উচ্ছ্বসিত। তারা স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে অংশ নিয়েছে। করোনাকালীন শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, লস-রিকভারি প্লান অনুসরণ করে সে ক্ষতি পুষিয়ে নেওয়া হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়