Cvoice24.com

নিয়োগ পেলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. আওরঙ্গজেব

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ১৯ অক্টোবর ২০২১
নিয়োগ পেলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. আওরঙ্গজেব

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। যোগদানের তারিখ হতে আগামী চার বছর তিনি ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রফেসর ড. এ.এফ. এম. আওরঙ্গজেব  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে সম্মান ও স্নাতকোত্তর করেন। পরবর্তীতে বেলজিয়ামের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়  ‘University of Antwerpen’  থেকে গ্লোবাল ম্যানেজম্যান্ট এন্ড ডেভলপমেন্ট-এ এম.এস ডিগ্রি, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।  এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান, মানব সম্পদ বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন বিধিবদ্ধ কমিটিতে গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেন। দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা জার্নালে তার অনেক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়