Cvoice24.com

এ বছরও প্রাথমিক সমাপনী পরীক্ষা হচ্ছে না

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৯, ২৪ নভেম্বর ২০২১
এ বছরও প্রাথমিক সমাপনী পরীক্ষা হচ্ছে না

শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়ন করা হবে

করোনা মহামারির কারণে ক্লাস না হওয়ায় গত বছরের মতো এবারও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়া হবে না। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রসাশন) মোহাম্মদ নজরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

যদিও গত ২৬ অক্টোবর ২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক সমাপনী পরীক্ষা না নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরীক্ষা গ্রহণ না করার বিষয়ে গতকাল আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।

এদিকে, বিজ্ঞপ্তিতে সমাপনী পরীক্ষার পরিবর্তে সকল শ্রেণির শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়ন করে তাদের পরবর্তী শ্রেণিতে উন্নীতকরণের কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে।


 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়