Cvoice24.com

এখনই বন্ধ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১২:২৬, ১০ জানুয়ারি ২০২২
এখনই বন্ধ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না। আপাতত সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে যাদের ঝুঁকি বেশি তাদেরকে বাসায় বসে অনলাইনে ক্লাস করার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (১০ জানুয়ারি) সকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছিল তার থেকে আমরা এখন ভালো অবস্থায় আছি। তখন কোন টিকা ছিল না, এখন প্রায় সবাই টিকার আওতায় চলে এসেছে। এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে না। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি জোরদার করা হবে। সীমিত পরিসরেই শিক্ষাপ্রতিষ্ঠান চলবে।

তিনি আরও বলেন, সাতদিন পর আবার বসবো। পরিস্থিতি পর্যালোচনা করা হবে। যদি কখনো মনে হয় বন্ধ করতে হবে, তখন বন্ধ করে দিব।

তিনি বলেন, কিছু শিক্ষার্থী থাকতে পারে যাদের ঝুঁকি বেশি, তাদের প্রতি অনুরোধ তারা অনলাইনে ক্লাস করবেন। তাদের প্রতিষ্ঠানে না আসতে অনুরোধ করেন মন্ত্রী।

এর আগে, রোববার রাতে কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভার্চুয়াল বৈঠকে আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় কারিগরী পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ।

সর্বশেষ

পাঠকপ্রিয়