Cvoice24.com

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি— জানালেন শিক্ষামন্ত্রী

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৮:০৫, ১৬ জানুয়ারি ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি— জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি।

এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এসময় তিনি বলেন, ‘যদি প্রয়োজন দেখা দেয়, তাহলে নিশ্চয়ই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবন বজায় রেখে করোনার প্রকোপ মোকাবেলা করতে হবে। এটিই আমাদের সিদ্ধান্ত।’

রোববার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের চলমান ক্লাস–পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কি না— এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বিষয়ে পরামর্শক কমিটির সঙ্গে যখন যৌথ সভা করেছি, সে সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছে, নিয়মিত মনিটরিং করছে। স্বাস্থ্যবিধি খুব কঠোরভাবে তারা মানার চেষ্টা করছে। সে কারণেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আছে।’

দীপু মনি বলেন, সরকারি-বেসরকারিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা নিতে পারবে। এখানে কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। 

১২ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত নেই। বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কী নির্দেশনা দেয়, তার ওপর নির্ভর করছে।

বিশ্ববিদ্যালয় খোলা বা বন্ধ রাখার বিষয়ে দীপু মনি বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের নিজেদের সিদ্ধান্ত। শিক্ষার্থীদের টিকাদানে অব্যবস্থাপনার প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আমরা যে ব্যবস্থা করেছি, সেভাবেই আপাতত চলবে। যদি ভিন্ন কোনোভাবে নেওয়ার প্রয়োজন মনে হয়, তাহলে সেটি তখন বিবেচনা করা হবে।’

নতুন বই বিতরণে অনিয়মের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে চাহিদার ভিত্তিতে সরকারের বিনা মূল্যে দেওয়া বই সময়মতো পৌঁছে দেওয়া হয়। বই বিতরণে কোনো অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়