চমেকে সশরীরে ক্লাস বন্ধ, অনলাইনে ক্লাস
সিভয়েস প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ।
সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজে সশরীরে ক্লাস বন্ধ থাকবে। তবে ২২ জানুয়ারি থেকে সব ধরনের ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) মধ্য রাতে অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বশরীরে ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা যথারীতি হবে। তবে হল বন্ধের সিদ্ধান্তটি আগামীকাল নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে, শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিক সম্মেলনে আগামি দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।