Cvoice24.com

চট্টগ্রামে ডেন্টাল ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ১২৭০ জন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৬, ২২ এপ্রিল ২০২২
চট্টগ্রামে ডেন্টাল ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ১২৭০ জন

২০২১-২২ শিক্ষাবর্ষে চট্টগ্রামে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় আবেদন করেন ৭ হাজার ৮৯৯ জন শিক্ষার্থী। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬ হাজার ৬২৯ জন। বাকি ১ হাজার ২৭০ জন অনুপস্থিত ছিল। যা মোট পরীক্ষার্থীর বিপরীতে অনুপস্থিতির হার ১৬ দশমিক ০৭ শতাংশ।

শুক্রবার (২২ এপ্রিল) নগরের তিনটি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে, এবারের পরীক্ষায় চট্টগ্রামে আবেদন করেন ৭ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী। এরমধ্যে এক ঘন্টার এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮৩ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ অধ্যক্ষ ডা. সাহেনা আখতার বলেন, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে ১১টায় শেষ হয়। মোট পরীক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ৬২৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।’

-সিভয়েস/এসআর

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়