Cvoice24.com

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, চট্টগ্রামে উত্তীর্ণ ৪৮৮১ জন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৫, ১২ মে ২০২২
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, চট্টগ্রামে উত্তীর্ণ ৪৮৮১ জন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে চট্টগ্রাম থেকে ৪ হাজার ৮৮১ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ ফল প্রকাশ করে।

জানা গেছে, চট্টগ্রাম জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৮৫০টি। আর এই পদের বিপরীতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করছেন ৫৪ হাজার ৮৯৪ জন। অর্থাৎ এক পদের জন্য লড়ছেন ৬৪ জন চাকরিপ্রত্যাশী। 

ফলাফলের নির্দেশনায় বলা হয়— এই ফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’ এর কোনও শূন্য পদে নিয়োগের জন্য কোনো নিশ্চয়তা প্রদান করে না।

প্রকাশিত ফলের যেকোনো পর্যায়ে কোনো প্রকার ভুল-ভ্রান্তি/ত্রুটি-বিচ্যুতি/মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে, তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফল বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সর্বশেষ

পাঠকপ্রিয়