Cvoice24.com

চট্টগ্রামসহ দেশের ৭ বিভাগে ঢাবির ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষা আজ

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৮, ১৭ জুন ২০২২
চট্টগ্রামসহ দেশের ৭ বিভাগে ঢাবির ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষা আজ

ছবি-সংগৃহিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৭ জুন) ঢাবি ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আজ সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘চ’ ইউনিটের ১৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন সাত হাজার ৩৫৭ জন। সেই হিসেবে ‘চ’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়াই করবেন ৫৬ জন শিক্ষার্থী।

এবার ‘চ’ ইউনিটে ২ টি অংশে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১. সাধারণ জ্ঞান; ২. অঙ্কন (ফিগার ড্রয়িং)। এর মধ্যে সাধারণ জ্ঞানে ৪০ নম্বর এবং অঙ্কন (ফিগার ড্রয়িং)—এ ৬০ নম্বরের পরীক্ষা হবে। আজ শুধু সাধারণ জ্ঞান অংশের (এমসিকিউ) পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট বরাদ্দ থাকবে। সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ মেধাতালিকার প্রথম ১ হাজার ৫০০ জন অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষার জন্য মনোনীত হবেন। এ অংশের সময়সূচি পরে নোটিশের মাধ্যমে জানানো হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়