Cvoice24.com

এসএসসি/
চট্টগ্রামে গণিত পরীক্ষা দেয়নি ১৬৯৭ পরীক্ষার্থী

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২২
চট্টগ্রামে গণিত পরীক্ষা দেয়নি ১৬৯৭ পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার প্রথম দিনে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তোলা ছবি

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার গণিত বিষয়ে অনুপস্থিত পরীক্ষার্থী ছিল ১ হাজার ৬৭৫ জন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২১৩টি কেন্দ্রে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকল পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। আজকের পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর হার ১ দশমিক ২০ শতাংশ প্রায়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২১৩টি কেন্দ্রে মোট ১ লাখ ৪০ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে গণিত বিষয়ে অংশ নিয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৭১ জন। এরমধ্যে চট্টগ্রামে ১ লাখ ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৯৯ হাজার ৮৫৫ জন। অনুপস্থিত ১ হাজার ৬৯৭ জন। কক্সবাজারে ২১ হাজার ১৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২০ হাজার ৮৭১ জন এবং অনুপস্থিত ছিল ২৬৭ জন। রাঙামাটি জেলায় ৬ হাজার ৫৬৩ জনের মধ্যে অংশ নেয় ৬ হাজার ৫০১ জন। অনুপস্থিত ছিল ৬২ জন পরীক্ষার্থী।

একইভাবে খাগড়াছড়ি জেলায় ৭ হাজার ২৬৫ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭ হাজার ১৬১ জন এবং অনুপস্থিত ছিল ১০৪ জন। বান্দরবান জেলায় ৪ হাজার ৩৪৮ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ২৮৩ জন এবং অনুপস্থিত ছিল ৬৫ জন পরীক্ষার্থী।

সর্বশেষ

পাঠকপ্রিয়