Cvoice24.com

এইচএসসি/
তিন বিষয়ে পরীক্ষা দেয়নি চট্টগ্রামের ৫৯৩ পরীক্ষার্থী

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৪, ১৭ নভেম্বর ২০২২
তিন বিষয়ে পরীক্ষা দেয়নি চট্টগ্রামের ৫৯৩ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫৯৩ জন পরীক্ষার্থী। যা শতকরা হিসেবে শূন্য দশমিক ৭৯ শতাংশ প্রায়। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য জানান।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে— চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১১১টি কেন্দ্রে মোট ৭৫ হাজার ২১৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৭৪ হাজার ৬২১ জন পরীক্ষার্থী। 

এরমধ্যে চট্টগ্রামে ৫৮ হাজার ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৫৮ হাজার ১৫৩। অনুপস্থিত ছিল ২৪৯ জন। কক্সবাজার জেলায় ৭ হাজার ৯৯০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৭ হাজার ৮২২ জন এবং অনুপস্থিত ছিল ১৬৮ জন। রাঙামাটি জেলায় ২ হাজার ৮৮২ জনের মধ্যে অংশ নেয় ২ হাজার ৮৩৬ জন। অনুপস্থিত ছিল ৪৬ জন পরীক্ষার্থী।


একইভাবে খাগড়াছড়ি জেলায় ৩ হাজার ৪৯৫ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৪২৪ জন এবং অনুপস্থিত ছিল ৭১ জন। বান্দরবান জেলায় ২ হাজার ৪৪৫ জনের মধ্যে অংশ নেয় ২ হাজার ৩৮৬ জন এবং অনুপস্থিত ছিল ৫৯ জন পরীক্ষার্থী।

সর্বশেষ

পাঠকপ্রিয়